স্বাস্থ্যবিমা, ক্রেডিট কার্ড, বিদেশ ভ্রমণে চালু হলো নতুন নিয়ম

0
3

দেশের ব্যাঙ্কিং, বিমা এবং বিদেশ ভ্রমন সংক্রান্ত বিধিতে নতুন নিয়ম চালু হলো৷ সব বদলের ক্ষেত্রেই সরাসরি যুক্ত গ্রাহকরা৷

চলতি অক্টোবর থেকেই চালু হওয়া নতুন নিয়মে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের বিধি বদলে গেলো৷ কার্ডে এমন অনেক পরিষেবার কথা বলা থাকে, যা কোনও গ্রাহকের কাজে নাও লাগতে পারে৷ যে নতুন নিয়ম চালু হলো, তাতে গ্রাহকরাই ঠিক করতে পারবেন তাঁরা কোন কোন পরিষেবা নেবেন আর কোনটা নেবেন না৷ একইসঙ্গে, অনলাইন লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকের পছন্দকেই গুরুত্ব দেওয়া বাধ্যতামূলক হলো৷

স্বাস্থ্যবিমায় পয়লা অক্টোবর থেকে যুক্ত হলো এতদিন বিমার আওতায় না থাকা ১৭টি স্থায়ী অসুখ৷ করোনা-পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখেই স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে৷ এর ফলে প্রিমিয়ামের খরচ একটু বাড়লেও, মিলবে একাধিক নতুন সুবিধাও৷

ওদিকে, বিদেশ ভ্রমণের খরচ বাড়ল এই অক্টোবর থেকেই। এবার থেকে অবশ্য বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে দিতে হবে নতুন একটি কর। পয়লা অক্টোবর থেকে চালু হওয়া নিয়মে এই কাজে ৫ শতাংশ কর দিতে হবে। আর ৭ লাখ টাকার বেশি আন্তর্জাতিক লেনদেনকে TCS বা ‘ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স’-এর আওতায় আনা হলো৷

আরও পড়ুন-প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে আর মিলবে না বিনামূল্যে LPG সংযোগের সুবিধা