বাপুর দেখানো পথেই কৃষক আন্দোলনের সাফল্য মিলবে- মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে স্মরণ করে কৃষি আইনের বিরোধিতায় সরব কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে সরব কংগ্রেস। পথে নেমে প্রতিবাদ করছে তারা। এই পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে স্মরণ করে ভিডিও প্রকাশ করেন কংগ্রেস সভানেত্রী। সেখানে তিনি বলেন, ‘কৃষক বিরোধী তিনটি কালো আইনের বিরুদ্ধে লড়াই জারি রাখবে কংগ্রেস। তারা কৃষক-শ্রমিকদের পক্ষে আন্দোলন করছে। বাপুর দেখানো পথে আন্দোলন চালিয়ে গেলে কৃষকদের বিক্ষোভ আন্দোলনে সাফল্য আসবেই। কৃষকরা জয়ী হবে, কংগ্রেসেও সফল হবে বলে মন্তব্য করেন সোনিয়া।
কংগ্রেস সভানেত্রী কটাক্ষ করে বলেন, ঘাম ঝরিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করেছেন কৃষকরা। কিন্তু মোদি সরকার কৃষকদের চোখের জল ফেলাতে বাধ্য করছে। এরপরই তিনি মন্তব্য করেন, মোদি সরকার নিজেরাই এসব বিশ্বাস করে না। আর সেই কারণেই আইনে ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি বদল করেছে। কৃষকদের পাশাপাশি কৃষি কাজে জড়িত ছোট ব্যবসায়ীদের স্বার্থ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সভানেত্রী।
আরও পড়ুন-হাথরাসে ডেরেককে রাস্তায় ঠেলে ফেলল যোগী পুলিশ, ধাক্কা মহিলাদেরও



































































































































