বিতর্কের মধ্যেই করোনা আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা

0
3

এবার করোনার থাবা বিজেপি নেতা অনুপম হাজরার শরীরে। সম্প্রতি তিনি তাঁর শরীরে মারণ ভাইরাসের কিছু উপসর্গ লক্ষ্য করেন। তারপর কোভিড টেস্ট করেন। সেই রিপোর্ট পজিটিভ আসে। আজ, বৃহস্পতিবার অনুপম সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানান। এবং সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাদের টেস্ট করিয়ে নেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, এখনও সপ্তাহ পার হয়নি। করোনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন সর্বভারতীয় বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। গত রবিবার তিনি বলেছিলেন, করোনা আক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে এই বিতর্কিত মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। বিজেপির নেতারাও এই মন্তব্যের জন্য তাঁর নিন্দা করেন। অনুপমের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় এফআইএর দায়ের করে তৃণমূল।

আরও পড়ুন-“আমার করোনা হলে মমতাকে জড়িয়ে ধরবো!” অনুপমের মন্তব্যে বিতর্কের ঝড়