চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের

0
3

হাথরাসে দলিত কন্যার ধর্ষণ কাণ্ডে দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে চাপে পড়ে এবার পাঁচ পুলিশকে সাসপেন্ড করল উত্তরপ্রদেশের যোগী সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার বরখাস্ত করা হল হাথরাসের পুলিশ সুপার বীক্রান্ত বীরকে। বরখাস্তের তালিকায় আছেন হাথরাসের ডিএসপি রাম শব্দ, থানার ইনস্পেকটর দীনেশ ভার্মা, সাব ইনস্পেকটর জগবীর সিং ও হেড কনস্টেবল মহেশ পাল। এদের বিরুদ্ধে কর্তব্যে গুরুতর গাফিলতি এবং ঘটনার গুরুত্ব বুঝে সময়মত যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আপাতত হাথরাসের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন শামলির পুলিশ সুপার বিনীত জয়সোয়াল। তবে বিরোধীদের অভিযোগ, শুধু পুলিশের বিরুদ্ধে লোকদেখানো ব্যবস্থা নিয়ে গাফিলতির দায় এড়াতে পারবে না বিজেপি সরকার।

আরও পড়ুন- হাথরাসকাণ্ডের প্রতিবাদে শনিবার শহরের বুকে মমতার বিশাল প্রতিবাদ মিছিল