কৃষি আইনের প্রতিবাদে সিঙ্গুরে মিছিল তৃণমূলের

0
2

কৃষি আইনকে কেন্দ্র করে লাগাতার মিছিল চলছে দেশ জুড়ে। বাদ যায়নি এ রাজ্য। আইনের প্রতিবাদে হুগলি জেলার সিঙ্গুরে মিছিল করল তৃণমূলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সিঙ্গুরের দোলুইগাছা থেকে শুরু হয় তৃণমূলের এই মিছিল। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, সাংসদ অপরূপ পোদ্দার, বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব। এদিন তৃণমূলের এই মহামিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ।

কিছু দিন আগে কৃষি আইনকে কেন্দ্র করে আগুন জ্বলে দিল্লির রাজপথে। কৃষক সহ বিরোধী দলের নেতারূ সেখানে জ্বালিয়ে দেয় একটি ট্রাক্টর। বেশ কিছু জায়গায় রাস্তাজুড়ে চলে অবরোধ। কৃষকরাও আন্দোলনে নামে। এরাজ্যে কৃষি আইনের বিরোধিতা করে সিপিএম কংগ্রেসও যৌথ মিছিল করে।

আরও পড়ুন- বিজেপির ‘পরিষেবা কেন্দ্র’ নামে পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল এই পুরসভা