উত্তরপ্রদেশের হাতরাসের দলিত তরুণীর ঘটনায় উত্তাল দেশ। রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। ফের একবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বৃহস্পিবার সকালে ট্যুইট করে মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “হাতরাসের ওই দলিত যুবতীর সঙ্গে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তার নিন্দা করার জন্য আমার কাছে কোনও ভাষা নেই।
আরও পড়ুন– যোগী সরকারের রসিকতা, হাতরসের তরুণী ধর্ষিতই হননি!
পরিবারের কাউকে না জানিয়েই মৃতদেহ সৎকার করা হল। এটা একটা সভ্য দেশে লজ্জার ঘটনা। যারা বড় বড় কথা বলে ভোট চেয়েছিল, আজ তাঁদের মুখোশ খসে গিয়েছে।”

































































































































