বাড়তি খরচের বোঝা কমিয়ে বাংলার আর্থিক ভিত মজবুত করেছে রাজ্য সরকার। গত আর্থিক বছরের আয়ব্যয়ের হিসেব দেখে প্রশংসা কেন্দ্রীয় সরকারি সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ। শুধু তাই নয়, বাংলার কাজের এই পদ্ধতিকেই মডেল করে অন্যান্য রাজ্যকেও এগোতে হবে বলে মন্তব্য করেছে তারা।
বুধবার, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে পশ্চিমবঙ্গকে ক্যাগের প্রশংসাসূচক সার্টিফিকেটের বিষয়টি উল্লেখ করেন রাজীব সিনহা। মুখ্যসচিব হিসেবে ওই দিনই ছিল তাঁর শেষ বৈঠক।
এই রাজ্য যেভাবে অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে থেকে আয় ও ব্যয়ের সমতা রেখেছে তার প্রশংসা করেছে ক্যাগ। অন্য রাজ্যকে এই মডেলকে মেনে কাজ করার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
রাজীব সিনহা জানান, লাগাতার পাঁচ-ছয় বছর ধরে বাংলা এই সার্টিফিকেট পাচ্ছে। আর দেখিয়ে দিয়েছে কীভাবে দক্ষতার সঙ্গে কাজ করা যেতে পারে।
সাধারণত রাজ্যের খরচের অডিট করতে গিয়ে রাজ্যের অযথা খরচের খতিয়ান তুলে সমালোচনা করে ক্যাগ। কিন্তু এক্ষেত্রে উল্টোটাই ঘটেছে।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল এই বিষয়ে দেশের কাছে উদাহরণ তুলে ধরেছে। স্বচ্ছতা বজায় রেখে আর্থিক লেনদেন থেকে কর দেওয়া, তথ্য আদানপ্রদানের মতো সমস্ত সরকারি কাজ ডিজিটাইজড করার প্রশংসা করেছে ক্যাগ।
আরও পড়ুন- অবিলম্বে কলকাতা-সহ রাজ্যের পুরসভাগুলির নির্বাচন দাবি করল রাজ্য বিজেপি