সিউড়ির সরকারি বাসস্ট্যান্ডে বোমাতঙ্ক

0
4

সিউড়ির সরকারি বাসস্ট্যান্ডে বোমাতঙ্ক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাসস্ট্যান্ডের শৌচাগার থেকে উদ্ধার হয় একটি পরিত্যক্ত ব্যাগ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায়, স্ট্যান্ডের পুরুষ শৌচাগারে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। পরিত্যক্ত ব্যাগটিকে ঘিরে দানা বাঁধে রহস্য। মূহুর্তের মধ্যে ফাঁকা করে দেওয়া হয় এলাকা। যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

আরও পড়ুন : পরপর কন্যাসন্তান, শিশুকে শ্বাসরোধ করে খুন মায়ের

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয়। দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে ৪টি টিফিন বক্স। বক্সগুলো খুলতে দেখা যায়, তার ভিতরে রয়েছে ইলেক্ট্রিক তার ও কিছু সুইচ। এই খবর ছড়িয়ে পড়তেই আরও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

আরও পড়ুন : কৃষি আইনের প্রতিবাদে সিঙ্গুরে মিছিল তৃণমূলের

আপাতত ব্যাগটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সিউড়ি থানায়। কে বা কারা ব্যাগটি ওই জায়গায় ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।