পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ, নির্দিষ্ট দিনেই হবে ইউপিএসসি

0
1

ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। ফলে নির্দিষ্ট দিনেই হচ্ছে পরীক্ষা।

গত ৩১ মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের কারণে পিছিয়ে দেওয়া হয়। ঠিক হয় ৪ অক্টোবর হবে পরীক্ষা। নির্ধারিত দিনে ওই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ২০ জন পরীক্ষার্থী। মহামারি, বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানায় তাঁরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

এই মামলার শুনানি হয় বিআর গাওয়াই, এ এম খানভিলকর, কৃষ্ণা মুরারির বেঞ্চে। শুনানিতে বলা হয়েছে, পরিবেশগত কারণ থাকতেই পারে। কিন্তু ইউপিএসসি পরীক্ষা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নয়। এই পরীক্ষা পিছিয়ে দিলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।

আরও পড়ুন:আজই শুরু স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা