অবশেষে রাহুল- প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল যোগীর পুলিশ

0
1

দিনভর টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরাকে মুক্তি দিল যোগীরাজ্যের পুলিশ। হাথরাসে মৃত নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে ১৪৪ ধারা ভাঙার দায়ে এদিন তাঁদের গ্রেফতার করা হয়েছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হলে উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের গাড়িতে করে ছেড়ে দেয় দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্তের কালিন্দী কুঞ্জে।

প্রসঙ্গত,হাথরাসে ধর্ষিতা মৃত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ঘোষণার পরই এদিন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বঢরাকে আটকাতে তৎপর হয়েছিল যোগী রাজ্যের পুলিশ। হাথরাস যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে আটকে দেওয়া হয় কংগ্রেস নেতা- নেত্রীদের গাড়ি। ভাই-বোন হাঁটা শুরু করেন। গোটা এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। হাথরাসে ঢোকার সব রাস্তা সিল করে দেওয়া হয়। ১৪৪ ধারা অমান্যের দায়ে এরপর কংগ্রেস নেতা-নেত্রীকে গ্রেফতারের পর রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেন, উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। লাঠিচার্জও হয়েছে। যদিও প্রশাসন তাঁর অভিযোগ মানতে চায়নি। রাহুল প্রশ্ন তোলেন, ভারতে হাঁটার অধিকার কি একা নরেন্দ্র মোদিরই আছে নাকি? তাহলে তাঁদের হেঁটে হাথরস যাওয়া আটকানো হল কেন? কোন সত্য লুকোতে চাইছে যোগী সরকার?

আরও পড়ুন- বাঙালিকে পুজোর উপহার! তিলোত্তমার ইতিহাস নিয়ে গঙ্গাবক্ষে ”হেরিটেজ ক্রুজ”