মুম্বই ইন্ডিয়ান্স – ১৯১/৪
কিংস ইলেভেন পঞ্জাব – ১৪৩/৮
৪৮ রানে জয়ী মুম্বই
দুটি দলই ৩ ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্টে টেবিলের নিচের দিকে অবস্থান করছিল। এই অবস্থায় দুই প্রতিপক্ষ জয়ের জন্য মুখিয়ে ছিল। তবে শেষ হাসি হাসল রোহিত ব্রিগেড। ব্যাটিং, বোলিংয়ের দাপটে দুরন্ত জয় ছিনিয়ে নিল মুম্বই ইলেভেন।
এদিন পঞ্জাব টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায়। রহিত শর্মার অধিনায়কচিত ৭০(৪৫), ঈশান কিষান ২৮(৩২), পোলার্ড ৪৭(২০), এবং হার্দিক পান্ডিয়ার ৩০(১১) রানের সৌজন্যে মুম্বই বাহিনী ১৯২ রানের লক্ষ্য রাখে।
জবাবে ব্যাট করতে নেমে বুমরাহ ও ক্রুনাল পান্ডিয়ার জোড়া আক্রমণে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ম্যাক্সওয়েল ১১(১৮) ব্যর্থ হয়। নিকোলাস পুরান ৪৪(২৭) ও কৃষণাপ্পা গথামের ২২(১৩) রানও বাঁচাতে পারেনি পঞ্জাবের পরাজয়।
আরও পড়ুন- ‘বুথ জ্যাম’ করে ভোটের পরিকল্পনা নাকচ করলেন অনুব্রত