দেশে বেকারত্ব বাড়ছে বলেই ধর্ষণ বেশি হচ্ছে, আজব সাফাই প্রাক্তন বিচারপতির

0
1

‘দেশে বেকারত্ব বাড়ছে বলেই এত ধর্ষণ হচ্ছে।’

হাসরথে দলিত কিশোরীকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনায় সারা দেশ যখন উত্তাল, তখন ধর্ষণ বাড়ার কারণ হিসাবে এই আজব যুক্তি সামনে আনলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে হইচই ফেলে দেওয়া এই প্রাক্তন বিচারপতি এবার ধর্ষণ নিয়েও অদ্ভুত ব্যাখ্যা দিলেন। কাটজু বললেন, দেশে বেকারত্বের হার বিপুলভাবে বাড়ছে। করোনার জন্য লকডাউন হওয়ায় বহু মানুষের হাতে কাজ নেই, অনেকের চাকরি চলে গেছে। তারা এখন বেকার হয়ে দিন কাটাচ্ছে। বহু মানুষ এই বেকারত্বের জন্য বিয়ে করতে পারছে না, ফলে সামাজিকভাবে নিজেদের যৌনতার চাহিদা পূরণের উপায় নেই। এই কারণেই ধর্ষণ বাড়ছে। ধর্ষণ করে বিকল্প পথে যৌনতা মেটানোর চেষ্টা হচ্ছে। প্রাক্তন বিচারপতি যেভাবে বেকারত্ব, বিয়ে না হওয়া আর ধর্ষণকে একসূত্রে জুড়ে অতি সরলীকরণ করেছেন, তাতে সবাই অবাক। ধর্ষণের মত জঘন্য অপরাধকে লঘু করতে এই অপব্যাখ্যা বলে অনেকের মত।

আরও পড়ুন- পুজোর আগেই রাজ্যে আসছেন অমিত শাহ, হয়তো নাড্ডাও