নাড্ডার বাড়িতে এসে বঙ্গ বিজেপির সভায় যোগ দিলেন অমিত

0
1

বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাসভবনেই শুরু হয়েছে বঙ্গ বিজেপির দ্বিতীয় দফার বৈঠক। প্রথমে কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে বৈঠক হবে। কিন্তু পরে অমিত শাহ নিজে চলে আসেন নাড্ডার বাসভবনে। সেখানেই শুরু হয় বৈঠক। বৈঠকের মধ্যমণি অবশ্যই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের আগে দলের স্ট্র‍্যাটেজি ঠিক হবে। সেই সঙ্গে ঠিক হবে আন্দোলনের রূপরেখা।

আরও পড়ুন- আজই দিল্লিতে আসছে এয়ার ইন্ডিয়ার অত্যাধুনিক বিমান

রাহুল সিনহাকে নিয়ে চাপা গুঞ্জন তো ছিলই। বৈঠকে সে নিয়ে শুরুতেই বেশ কিছু কথা হয়। তবে শেষ পর্যন্ত বাংলার আন্দোলন, জোট, ইস্যু নিয়ে কথা এগোচ্ছে। অমিত-নাড্ডা কবে ভার্চুয়াল সভা করবেন, সেইদিনগুলিও ঠিক করা হচ্ছে।