মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজ বৃহস্পতিবার দিল্লিতে আসছে এয়ার ইন্ডিয়ার অত্যাধুনিক বিমান। সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার এই ভিআইপি বিমানে উন্নত যোগাযোগ পরিষেবা মিলবে। কোনওরকম সমস্যা ছাড়াই অডিও এবং ভিডিও কমিউনিকেশন করা যাবে। থাকবে না হ্যাক বা টেপের ভয়। নতুন এই বিমান দেশের ভিআইপিদের জন্য আনা হচ্ছে। দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই বিমানে চড়বেন।
আরও পড়ুন:এবার ট্রেনেই সরাসরি সিকিম যাওয়ার সুযোগ পর্যটকদের



































































































































