বাবরি মসজিদ ধ্বংস মামলায় লখনউ-এর বিশেষ সিবিআই আদালত সব অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিয়েছে। এই ঘটনাকে ভারতীয় বিচার বিভাগের জন্য একটি কালো অধ্যায় বলে উল্লেখ করলেন এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি মনে করিয়ে দেন, সুপ্রিম কোর্ট অযোধ্যা জমি বিতর্ক মামলার রায় ঘোষণার সময় বাবরি মসজিদ ধ্বংসকে আইনের শাসনের গুরুতর লঙ্ঘন এবং একটি গণ উপাসনালয় ধ্বংস করার জন্য পরিকল্পিত কাজ বলেছিল।
যদিও বর্তমান রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কোনও ষড়যন্ত্র ছিল না। আকস্মিকভাবে উন্মত্ত জনতা মসজিদ ভাঙতে শুরু করেছিল। ওয়াইসি বিচার বিভাগকে প্রশ্ন করেছেন, কীভাবে বোঝা গেল এটা ষড়যন্ত্র নয়? কী সেই ম্যাজিক যাতে একটি নির্দিষ্ট দিনে এতগুলো মানুষ ভারতের নানা জায়গা থেকে এসে মসজিদে প্রবেশ করল, তারপর বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তা ভাঙতে শুরু করল? গোটাটাই স্বতঃস্ফূর্ত? চক্রান্ত নয়? তাহলে শুধু এটা বলার জন্যই বিচার বিভাগকে এত বছর সময় নিতে হল কেন?
































































































































