অতিমারি পরিস্থিতিতে বিধি মেনে পুজো হবে- উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে ফের একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে, সমস্ত অনুষ্ঠানই হবে”। তবে কোনওভাবেই যাতে জমায়েত না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । হয়। ভিন্ন দিনে ভিন্ন এলাকায় বিসর্জন হবে। সেক্ষেত্রে কবে কারা বিসর্জন করবেন তা পুলিশ ঠিক করবে বলে জানান মমতা। করোনা আবহে পুজো প্রসঙ্গে আলোচনায় উত্তরপ্রদেশের মখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতিতেও বাংলায় পুজো হবে। সমস্ত ধর্মীয় অনুষ্ঠানই উদযাপন হবে। আর তা হবে স্বাস্থ্যবিধি মেনে।
বুধবার উত্তরকন্যায় কোচবিহার, কালিম্পং ও দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। মুখ্যসচিব রাজীব সিনহা জানান, কালিম্পংয়ের পরিস্থিতি বেশ জটিল। অনেক বেশি সাবধান থাকতে হবে। কালিম্পংয়ের করোনা পরিস্থিতি নিয়ে এদিন বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন কালিম্পংয়ে বাড়ছে সংক্রমণ প্রশ্ন তোলেন তিনি। অবিলম্বে পরিস্থিতি আয়ত্তে আনার নির্দেশ দেন মমতা।
তবে, দার্জিলিংয়ের পরিস্থিতি অনেকটাই ভাল বলে জানান মুখ্যসচিব। কোচবিহারের হলদিবাড়ি, শীতলকুচি-সহ ৫টি ব্লকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।
ফের প্রশাসনিক আধিকারিকদের গ্রিন জোনের উপর নজর রাখার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, গ্রিন জোনে যাতে কোনওভাবেই নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পরে সে দিকে নজর রাখতে হবে।

































































































































