পুজোর আগেই মিলবে টাকা ,আমফানে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রায় সাড়ে ৭ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭ কোটি টাকা ইতিমধ্যেই জমা করেছে কলকাতা পুরসভা। এখনও সাড়ে চার হাজার মানুষ এই ক্ষতিপূরণের টাকা পাবেন। । পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে । পুজোর আগেই সেই টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এরই পাশাপাশি, দুর্গাপুজোর আগে এবার রাজ্যের কৃষকদের আগাম ২ মাসের পেনশন দেওয়া হবে। শুধু কৃষকরা নন মৎসজীবীরাও পাবেন এই পেনশনের টাকা।রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা অক্টোবর মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন। মৎস্যজীবীদেরএ দেওয়া হবে সেই টাকা। এতে রাজ্যের কোষাগার থেকে ২২ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.