বিতর্কিত চার শ্রম-বিধি এ বছরেই লাগু করতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার জানিয়েছেন, “ডিসেম্বরের মধ্যে ওই ৪টি শ্রম বিধি কার্যকর করে শ্রম সংস্কারের কাজ শেষ করবে সরকার।”
কৃষিবিল নিয়ে সংসদ উত্তাল হওয়ার পরদিনই বিরোধীশূন্য সংসদে এই শ্রম বিধি পাশ করিয়ে নেয় কেন্দ্র৷ এই বিলে ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে ১৫টিকে অপ্রাসঙ্গিক বলে বাতিল করেছে কেন্দ্র। বাকি ২৯টিকে আনা হয়েছে চারটি শ্রম বিধিতে। এর মধ্যে থাকা মজুরি বিধি সংসদে অনুমোদিত হয়েছে গত বছর। এবার ফাঁকা সংসদে পাশ হয়েছে বাকি তিনটি বিধি৷ এই তিন বিধি হলো –
◾শ্রমিক-মালিক সম্পর্ক বিধি৷
◾সামাজিক সুরক্ষা বিধি৷
◾কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি।
দেশের প্রায় সব ক’টি শ্রমিক সংগঠনের পাশাপাশি এই শ্রমবিধির কড়া প্রতিবাদ করেছে সঙ্ঘের ট্রেড ইউনিয়ন বিএমএস-ও। বিএমএসের অভিযোগ, এই বিধির বহু অংশ শ্রমিক স্বার্থের পরিপন্থী। কেন্দ্র একতরফা ক্ষমতা তুলে দিচ্ছে মালিক এবং আমলাদের হাতে।

ওদিকে রাজনেতিক মহলের ধারনা, সহজ-সরলভাবে ব্যবসা করার বা “ইজ অব ডুয়িং বিজনেস”- এর তালিকায় প্রথম ১০- এ ঢুকে পড়ার লক্ষ্যেই এই বিতর্কিত চার বিধিকে দ্রুত কার্যকর করতে চাইছে কেন্দ্র।
আরও পড়ুন : লুডো খেলায় চিটিং করেছে বাবা, কোর্টে মামলা ঠুকল মেয়ে!


































































































































