দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার, যা আপনাকে জানতেই হবে

0
1

২০২০ সালের দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। আজ, সোমবার নবান্ন থেকে আসন্ন দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য।

সেখানে বেশ কয়েকটি নির্দেশিকা জানানো হয়েছে—

(১) প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের মাস্ক বাধ্যতামূলক।

(২) ব্যবহার করতে হবে স্যানিটাইজার।

(৩) সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে মোতায়েন করা হবে পুলিশ ও ভলেন্টিয়ার।

(৪) খোলা মেলা প্যান্ডেলে পুজো করতে হবে।

(৫) প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা থাকবে।

(৬) প্যান্ডেলের আশেপাশে কোনও অনুষ্ঠান করা যাবে না।

(৭) পুজোর উদ্বোধনে ও বিজর্সনে কম সংখ্যক লোক রাখতে হবে।

(৮) করোনার জেরে এবার বাতিল পুজো কার্নিভাল।

(৯) শারদ সম্মান সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত করতে হবে।

(১০) বিদ্যুতের বিল-সহ বেশকিছু বিষয়ে ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন-মিমির সঙ্গে দুর্ব্যবহার করা ট্যাক্সি চালকের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ পুলিশের