২০১৯ সালে করণ জোহরের বাড়িতে পার্টি হয়েছিল। ফরেন্সিক পরীক্ষার পর এই তথ্য জানা গিয়েছে। গত বছর জুলাই মাসে ওই পার্টি হয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিডিও ফুটেজ এডিট করা হয়নি। কোনওরকম টেম্পারিংও করা নেই। সূত্রের খবর, এই ভিডিও গত কয়েকদিনে এনসিবি-র জিজ্ঞাসাবাদে একাধিকবার উঠে এসেছে।
রবিবার গোয়া থেকে মুম্বই ফেরেন প্রযোজক তথা পরিচালক করণ জোহর। ইতিমধ্যেই মাদকযোগে করণের সংস্থা ধর্মা প্রোডাকশন এর নাম উঠে এসেছে। ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার প্রসাদ কে গ্রেফতার করেছে এনসিবি। শুক্রবার ক্ষিতিজকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে এনসিবি। করণের ধর্মা প্রোডাকশনের অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ধর্মা প্রোডাকশনের দেওয়া বিভিন্ন পার্টিতে কারা আমন্ত্রিত থাকত, কারা বেশি রাত অবধি থাকত, কী হতো ওই পার্টিতে, তার তালিকা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ক্ষিতিজকে হেফাজতে রাখার নির্দেশ দেয় বিশেষ আদালত।
ক্ষিতিজের গ্রেফতারি পরই জল্পনা শুরু হয়, এবার কি তাহলে এনসিবির নজরে করণ জোহর? গত সপ্তাহে বিবৃতি জারি করে কোরআন জানিয়েছেন, তিনি কখনও মাদক সেবন করেন নি। এমনকী যারা মাদক ব্যবহার করেন তাদেরকে তিনি সমর্থন করেন না। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে মাদক সেবন করা হয়নি বলে জানিয়েছেন করণ। কিন্তু এনসিবি সূত্রে খবর, জেরায় ৪ জন অভিনেতা এবং ২ জন প্রযোজকের নাম উল্লেখ করেছেন ক্ষিতিজ। মনে করা হচ্ছে এর মধ্যে একজন করণ জোহর। ফলে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাঁকে। একইসঙ্গে করণ জোহরের যে পার্টির ভিডিও সামনে এসেছে, সেখানে যাদের দেখা গিয়েছে তাঁদেরও ডাকা হতে পারে।
আরও পড়ুন: কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন
































































































































