মিমির সঙ্গে দুর্ব্যবহার করা ট্যাক্সি চালকের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ পুলিশের

0
1

সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কটূক্তি ও কুরুচিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে ধৃত ট্যাক্সি চালক দেবা যাদবের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট জমা দিল গড়িয়াহাট থানার পুলিশ। এর আগে আলিপুর আদালতে গিয়ে বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছিলেন মিমি। তারপর জেলে গিয়ে অভিযুক্তকে শনাক্তকরণের জন্য TI প্যারেড করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে, এ দিনই জামিনের আবেদনও করে ওই ট্যাক্সি চালকের আইনজীবী।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে জিম থেকে বাড়ি ফেরার পথে বালিগঞ্জ ফাঁড়ির কাছে সিগন্যালে দাঁড়িয়েছিলেন মিমি চক্রবর্তী। তাঁর গাড়ির কাঁচ খোলা ছিল। অভিযোগ, পাশে দাঁড়িয়ে থাকা এক মদ্যপ ট্যাক্সি চালক মিমিকে প্রথমে চোখ মারেন। তারপর সাংসদ অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন মিমি। পরে গড়িয়াহাট থানায় অভিযোগ করার পর পুলিশ ওই ট্যাক্সি সমেত ওই চালককে গ্রেফতার করে।

মিমির বক্তব্য ছিল, ওই ট্যাক্সি চালককে ছেড়ে দিলে সে অন্য কোনও মহিলার সঙ্গেও এমন করতে পারতো। তার ট্যাক্সিতে কোনও মহিলা উঠলে, তিনিও বিপদে পড়তে পারতেন। তাই অভদ্র ট্যাক্সি চালককে উচিত শিক্ষা দিতেই তিনি বড় পদক্ষেপ নিয়েছিলেন বলে জানিয়েছিলেন মিমি।

আরও পড়ুন-রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষদের চাপে রাখতে কৌশলী চাল মুকুল রায় শিবিরের