বালি বোঝাই লরি উল্টে পড়লো নির্মিয়মাণ ব্রিজে

0
3

বালি বোঝাই লরি উল্টে পড়লো নির্মিয়মান ব্রিজে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের ভাদুর এলাকায়। বালি বোঝাই লরি উল্টে বিপত্তি।

এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ঘসিমঘাটা ব্রিজটির অবস্থা খারাপ। তাই তার পাশেই তৈরি হচ্ছিল নতুন ব্রিজ। ব্রিজ তৈরির জন্য যে বিকল্প রাস্তা করা হয়েছিল সেখান দিয়ে যাওয়ার সময় এদিন বালি বোঝাই লরিটি উল্টে পড়ে যায় পাশের নির্মিয়মান ব্রিজের উপর। এই ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-ফের ব্যাপক ভাঙন বিজেপিতে! এবার কোথায়?