গোটা দেশে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনে একই নিয়ম প্রযোজ্য হবে। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হবে।এই ঘোষণা করেছে সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক। নতুন নিয়মে সব রাজ্যের গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স একই রকম দেখতে হবে, সঙ্গে থাকবে একটি QR কোড। ১০ বছর পর্যন্ত এই কোড স্ক্যান করে ড্রাইভারের শাস্তি ও জরিমানার ইতিহাস দেখা যাবে।
নতুন ড্রাইভিং লাইসেন্সে আপতকালীন যোগাযোগের নম্বর থাকবে।
নতুন নিয়মে একটি কেন্দ্রীয় ডেটাবেসে সব গাড়ি ও ড্রাইভারের তথ্য সঞ্চিত থাকবে। ট্রাফিক পুলিশের কাছে একটি ডিভাইস থাকবে। এই ডিভাইস ব্যবহার করে এই QR কোড স্ক্যান করলেই ড্রাইভারের সব তথ্য জানা যাবে। NFC এর মতো কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার হবে এই লাইসেন্সে।
গাড়ির রেজিস্ট্রেশন কার্ডে থাকবে আগের থেকে বেশি তথ্য। এখন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তার রঙ কয়েক বছর পরেই আবছা হয়ে যায়। নতুন ড্রাইভিং লাইসেন্সে উন্নত রঙ ব্যবহার করবে কেন্দ্র। যার ফলে সহজে এই কার্ডের লেখা সহজে মুছবে না।
আরও পড়ুন-অভিনয় সামলেই পিএইচডি ডিগ্রি অর্জন ‘জুন আন্টি’র

































































































































