কৃষি বিলের বিরোধিতা করে সংসদ থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ এনডিএ ছেড়ে বেরিয়ে এসে অকালি দল এবার ডেরেককে প্রশংসায় ভরিয়ে দিলো৷ অকালি দল জানিয়েছে কৃষি বিলের বিরোধিতায় ডেরেকের অবস্থানে সমর্থন রয়েছে তাদের।
বিতর্কিত কৃষি বিলের বিরোধিতার করে শনিবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির ছেড়ে বেরিয়ে এসেছে অকালি দল। আর রবিবার অকালি দলের এই সিদ্ধান্তকে সমর্থন করে টুইটারে ডেরেক লেখেন, ‘‘সুখবীর সিংহ বাদল এবং শিরোমণি অকালি দলের কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছি আমরা। কৃষকদের অধিকারের জন্য লড়াই তৃণমূলের ডিএনএ-র সঙ্গে মিশে রয়েছে।’’
সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে ডেরেক আরও লেখেন, ‘‘২০০৬ সালে কৃষকদের অধিকার রক্ষায় ২৬ দিনব্যাপী ঐতিহাসিক অনশন চালিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিল ২০২০-রও তীব্র বিরোধিতা করছি আমরা।’’
এই টুইটের উত্তরে ডেরেকের প্রশংসা করেছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। তিনি লেখেন, ‘‘ডেরেক, কৃষি বিলের বিরুদ্ধে আপনার অবস্থান সর্বজনবিদিত। পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।’’
আরও পড়ুন- অনুপম-মেননের সামনেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র বারুইপুর, সাংবাদিকদের কাজে বাধা

































































































































