খুঁটিপুজোতেই চমক বৃন্দাবন মাতৃমন্দিরের, দেখে নিন

0
3

উত্তর কলকাতার বৃন্দাবন মাতৃমন্দির দুর্গাপুজোর মানচিত্রে পরিচিত নাম। রবিবার পুজোর কাজকর্ম শুরু করল তারা। এই উপলক্ষ্যে ঘরোয়া অনুষ্ঠানে তারা চমক দিল বিশেষ স্যানেটাইজার অতিথিদের দিয়ে। বৃন্দাবন মাতৃমন্দির জানিয়েছে এবার পুজোর বাজেট তারা কমিয়েছে। কিন্তু দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপের যে কর্মসূচি তারা নেয়, সেখানে কোনো কাটছাঁট হচ্ছে না। তাদের স্যানেটাইজারের বিশেষ মোড়কটি ইতিমধ্যেই নজর কেড়েছে। ফুল, উত্তরীয়, মিষ্টির চিরাচরিত উপহারের বাইরে গিয়ে অতিথিদের হাতে এটি তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, বিদায়ী কাউন্সিলর মিনাক্ষী গুপ্ত, ফোরাম ফর দুর্গোৎসবের কর্তা নীতিশ সাহা প্রমুখ। এবারের থিমশিল্পী কমলেশ। উদ্যোক্তারা এদিন রুচিসম্মত অনুষ্ঠান করেন। প্রেমাঙ্কুর, শিবেন্দুসহ সংগঠকরা জানান আমফানত্রাণ থেকে শুরু করে তাঁদের সব সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন-ডার্বির লড়াই এবার আইএসএলেও! সরকারিভাবে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল