শর্বরী দত্তের সঙ্গে তাঁর পুত্রের বয়সের ব্যবধান মাত্র 7 বছর!

0
1

জীবিত অবস্থায় তাঁর সৃষ্টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর মৃত্যুর পর তাঁর জীবন ঘিরেও উঠে আসছে নানা রহস্য। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানালেও উঠছে নানা প্রশ্ন। আর এই বিতর্কের মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। তাঁর পরিবার সূত্রে খবর, যৌবন ধরে রাখতে তিনি নাকি নিয়মিত হরমোন ট্রিটমেন্ট করাতেন।

প্রশ্ন উঠছে, তাহলে কি সেই চিকিৎসার আধিক্যই তাঁকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গিয়েছিল? কিন্তু কেন এমনটা করতেন শর্বরী? নিজেকে বয়সের তুলনায় কম দেখাতে? এমন এক ইঙ্গিত মিলেছে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে। তবে সেই ফেসবুক প্রোফাইলটি শর্বরী দত্তের কি না যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। তাতে দেখা যাচ্ছে, শর্বরীর ডেট অফ বার্থ 7 মে 1957। সেই অনুযায়ী শর্বরীর বয়স 63 বছর। অথচ তাঁর ছেলের জন্ম তারিখ 10 ফেব্রুয়ারি 1964। মা-ছেলের বয়সের ব্যবধান মাত্র 7 বছর হয় কী করে?

আরও পড়ুন- বাদ রাহুলও, রাজ্য বিজেপির আদি নেতাদের মুছে দিল দিল্লি

শর্বরী দত্তের ছেলে অমলিনের দাবি, তাঁর মার বয়স প্রায় 80 বছর। পুলিশ জানায়, শর্বরী দত্তের বয়স 78।
যৌবন ধরে রাখতে না কি নিয়মিত হরমোন থেরাপি নিতেন শর্বরী। তার ওভারডোজেই কী এই অবস্থা? তা অবশ্য এখনও জানা যায়নি।

তবে, যদি ফেসবুক প্রোফাইলটি শর্বরী দত্ত নিজেই করে থাকেন, তাহলে সেখানে জন্ম সাল কমানো রয়েছে কেন? সেটা যে তাঁর ছেলে থেকে মাত্র সাত বছরের আগের সেটাকে তিনি খেয়াল করেননি!
এদিকে তাঁর মৃত্যুকে স্বাভাবিক বলতে নারাজ তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সে কারণে তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি নিয়ে লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন- ভারত কেন নীতি নির্ধারণ কমিটিতে নয়? ৭৫ বর্ষপূর্তিতে রাষ্ট্রসংঘের কর্মপদ্ধতি বদলের ডাক মোদির