মদ খাওয়ার প্রতিবাদ, আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর বাবা

0
1

মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রাক্তন সেনাকর্মীর বৃদ্ধ বাবাকে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে, হাওড়ার গোলাবাড়ি থানার জেলিয়াপাড়া লেনে। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ, বাড়ির সামনে কমন প্যাসেজে গুমটি বসিয়ে চলছিল মদের আসর। গুমটিতে যারা আসছিল, তারা জোর করে গাড়ি রাখছিল ওই বৃদ্ধের বাড়ির সামনে। বাড়ির গেটের সামনে গাড়ি রাখার প্রতিবাদ জানান বৃদ্ধ দীনেশ প্রসাদ। অভিযোগ, প্রথমে গালিগালাজ করা হয় বৃদ্ধকে। প্রতিবাদ করতে গেলে, প্রাক্তন সেনাকর্মীর বাবা দীনেশ প্রসাদকে বাড়ির সামনে থেকে টেনে ধরে এনে বেধড়ক মারধর শুরু করে দুষ্কৃতীরা। মারের হাত থেকে দীনেশবাবুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বৃদ্ধের স্ত্রী ও পুত্রবধূও।

ঘটনায় অভিযুক্ত রাজেশ সিংহকে আটক করেছে পুলিশ। গোলাবাড়ি থানা এলাকার জেলিয়াপাড়া লেনের এই মারধরের গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
আহত দীনেশবাবুকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর তাকে কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।

আরও পড়ুন- ডিজিকে লেখা চিঠির জবাবে রাজ্যপালকে ধুয়ে দিলেন মমতা