বলিউডে মাদকযোগ: দীপিকা-সারা-শ্রদ্ধাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি এনসিবির

0
1

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ, শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে এনসিবি দফতরে হাজিরা দেবেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। শুক্রবার রণবীর সিং জানিয়েছেন, দীপিকার বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। এনসিবির কাছে আবেদন করেছেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি দীপিকার সঙ্গে থাকতে চান। একইসঙ্গে এদিন এনসিবি তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে।

আগেই এনসিবি জিজ্ঞাসাবাদ করেছে দীপিকার ম্যানেজার করিশ্মাকে। জানা গিয়েছে, ২০১৭-য় ড্রাগ নিয়ে দীপিকার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় করিশ্মার। সেই চ্যাটের কথা করিশ্মা স্বীকার করেছেন। কিন্তু তাঁর দাবি দীপিকা ড্রাগ নেন না, শুধু সিগারেট খান। তিনি আরও বলেছেন, দীপিকা অত্যন্ত স্বাস্থ্যসচেতন, তিনি ড্রাগ নেন না। সূত্রের খবর, প্রাথমিকভাবে দীপিকাকে আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজন হলে অভিনেত্রী এবং করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জেরা করবে এনসিবি।

অন্যদিকে, সুশান্তের ফার্ম হাউসে পার্টিতে সারা ও শ্রদ্ধা গিয়েছিলেন বলে জানিয়েছেন সেখানকার প্রাক্তন ম্যানেজার, বোটম্যান ও ড্রাইভার। তাঁদের দাবি, একাধিকবার ফার্ম হাউসে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রীরা। পাশাপাশি অভিনেত্রী রিয়া চক্রবর্তী নিজের বয়ানে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরের নাম নিয়েছেন। জানা গিয়েছে, এদিন এনসিবি জিজ্ঞাসাবাদের পরে দিল্লির সিট অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করবে।

আরও পড়ুন-নেটউড ওটিটি প্লাটফর্মে স্টার হান্ট, সুবর্ণ সুযোগ বিজয়ীদের