ফের চলন্ত বাসে আগুন। ঘটনাটি ঘটে আজ, শনিবার সকাল ১০টা নাগাদ ধর্মতলা চত্বরে। জানা গিয়েছে, বাবুঘাট থেকে ঠাকুরপুকুরগামী ওই বাসটি ধর্মতলা থেকে রাণী রাসমণি রোডের দিকে ঘোরার সময় আচমকা আগুন ধরে যায়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। সকলকে অবশ্য নিরাপদে বাস থেকে নামিয়ে আনা হয়।
শুধু বাসের যাত্রীরা নন, বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পরে আশপাশের এলাকায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যান্ত্রিক ত্রুটির জেরেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আরও পড়ুন–এবার বিজেপির বিরুদ্ধে এক মহিলা দোকানদারকে হেনস্থার অভিযোগ
































































































































