এবার বিজেপির বিরুদ্ধে এক মহিলা দোকানদারকে হেনস্থার অভিযোগ

0
1

এবার বিজেপির বিরুদ্ধে এক মহিলা দোকানদারকে হেনস্থার গুরুতর অভিযোগ উঠল। হুগলি জেলার চুঁচুড়ায় পিপুলপাতি মোড়ে দীর্ঘদিন ধরে একটি ছোট স্টেশনারি দোকান চালান মিনতি দত্ত নামে এক মহিলা। ওই দোকানেরই সামনের কিছুটা অংশ বিজেপিও দখল করে অফিস খুলেছে বলে অভিযোগ করেছেন ওই মহিলা দোকানদার।

মহিলার আরও অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বিজেপির কর্মী-সমর্থকেরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং হেনস্থা করে প্রকাশ্য রাস্তায়। ইতিমধ্যেই মিনতি দত্ত বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে বিজেপির দাবি, জোর করে ওই জায়গা দখল করা হয়নি। মালিকের থেকে অনুমতি নিয়েই এখানে একটি পরিষেবা কেন্দ্র খুলেছে তারা।

আরও পড়ুন-জাল চিঠি ছড়িয়ে অপপ্রচারের পিছনে কারা, খুঁজতে নেমেছে বিজেপি