লাল-সাদা শাড়িতে এস বি পার্কের পুজোর ঢাকে কাঠি দিলো আস্ত একটি রোবট

0
1

করোনা আবহের মধ্যে এবার কলকাতার দুর্গাপুজোতে দেখা যাবে যন্ত্রমানবী। আজ, শনিবার সকাল এগারোটা নাগাদ এই যন্ত্রমানবী উদ্বোধন হলো ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দূর্গা উৎসব কমিটির মাঠে। ৪ ফুট ৫ ইঞ্চির এই বিশাল যন্ত্রমানবী রোবটটি মন্ডপ উদ্বোধন থেকে উপস্থিত মানুষকে শুভেচ্ছা জানায়। যার পোশাকি নাম মারিয়া।

এস বি পার্ক পুজো কমিটির সম্পাদক সঞ্জয় মজুমদার বলেন “করোনা আবহে মানুষের যে ছোঁয়াছুঁয়ি, সেই ছোঁয়াছুঁয়ি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ফিজিক্যাল ডিসটেন্স-এর বার্তা দেওয়ার চেষ্টা করলাম”।

সঞ্জয়বাবুর আরও দাবি, কলকাতা-বাংলা তথা ভারতেও কখনো কোনও পুজো মণ্ডপে এই যন্ত্রমানবী রোবট উদ্বোধন করেনি। যা এসবি পার্ক এবছর করে দেখালো।

আরও পড়ুন-“ওরা কি আমায় মেরে ফেলবে”- কেন এই আশঙ্কা প্রকাশ করেছিলেন শর্বরী?