ড্রাগ রাখার কথা স্বীকার করে রিয়ার ঘাড়ে দায় চাপালেন রকুলপ্রীত

0
1

ড্রাগের দায় রিয়া চাপিয়েছিলেন প্রয়াত সুশান্তের ঘাড়ে। আর রকুলপ্রীত সিং এনসিবির জেরায় এই দায় চাপালেন রিয়ার ঘাড়ে।

এদিন অভিনেত্রী রকুলপ্রীত সিং এনসিবির সমন পেয়ে চলে পৌঁছে যান তদন্তকারীদের সদর দফতরে। প্রায় চার ঘন্টা জেরা চলে। জেরায় অভিনেত্রী নাকি তদন্তকারীদের জানিয়েছেন, রিয়া ড্রাগ পেডলারদের কাছ থেকে ড্রাগ নিত। আর তা রাখতাম আমি। আমাকে রিয়া স্টকিস্টের মতো ব্যবহার করত। ফলে রকুলপ্রীত ড্রাগের কথা স্বীকার করলেও ড্রাগ জোগাড়ের দায় ঝেড়ে ফেলে চাপিয়েছেন রিয়ার ঘাড়ে।

অন্যদিকে কাল হাই ভোল্টেজ জেরা। দীপিকা পাড়ুকোন জেরার মুখে পড়ছেন। তলব করা হয়েছে শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকে। আপাতত সেলিব্রিটি জেরার দিকে তাকিয়ে মুম্বই।

আরও পড়ুন – ।আমার যৌবন শেষ  হয়ে যাচ্ছে, কেউ তাড়াতাড়ি ভ্যাকসিন বের করো, ভাইরাল মালাইকার পোস্ট