আজ বিহার ভোটের দিন জানাবে নির্বাচন কমিশন

0
1

আজ দুপুরে বিহার বিধানসভা ভোটের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘোষণা হওয়ার কথা।২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে ২৯ নভেম্বরের মধ্যে। এবার অক্টোবরের মাঝামাঝি কয়েকটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। চতুর্থবারের জন্য এই ভোটে বিজেপি জোটকে নেতৃত্ব দেবেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। অন্যদিকে এনডিএ-র বিপক্ষে জোট করছে জেলবন্দি লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস।

বিশ্বজুড়ে করোনা মহামারির মাঝে এই প্রথম বড় মাপের নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। সংক্রমণের আশঙ্কা দূরে রেখে স্বাস্থ্য বিধি মেনে নির্বাচন করাটাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, করোনা আক্রান্ত ও আশি বছরের উর্ধে মানুষজন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। সামাজিক দূরত্ব বিধি মেনে নির্বাচনী প্রচার কীভাবে হবে তা জানাবে কমিশন।