ড্রাগ কাণ্ডে করণ জোহরকে ছুঁতে আর কয়েকটা দিন। করণের দেওয়া পার্টিতে মাদকাসক্তদের ভিডিও এর আগে ভাইরাল হয়েছে। এবার তার জেরেই করণের ধর্মা প্রোডাকশনের অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এবার যে রাঘব বোয়ালদের জালে ফেলতে চাইছে এটা কার্যত পরিষ্কার। দেখার বিষয় আগামী দিনে কারা কারা এনসিবির র্যাডারে আসেন।
ধর্মা প্রোডাকশনের ইপিএ ক্ষিতিজ প্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধর্মা প্রোডাকশনের দেওয়া বিভিন্ন পার্টিতে কারা আমন্ত্রিত থাকত, কারা বেশি রাত অবধি থাকত, তার তালিকা তৈরি হয়েছে। এবার করণ যোহরকে ডাকার সম্ভাবনা প্রবল। করণ সম্ভবত এই মুহূর্তে মুম্বইতে নেই। সেই কারণে নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন-রিয়ার দৌলতেই জেরা চলছে রকুলপ্রীতের, ফের ডাক করিশ্মাকেও



































































































































