ফের কাঁপল উত্তর ভারত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪

0
3

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার বিকেল ৪.২৭ নাগাদ কেঁপে ওঠে লে-লাদাখ অঞ্চল৷ রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৫.৪ ৷
জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লে-র উত্তরপূর্বে ১২৯ কিমি দূরে, মাটির ১০ কিমি গভীরে। কম্পনের তীব্রতা এতটাই ছিল, যে তার প্রভাবে বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণ হানির খবর আসেনি।
গত কয়েকমাসে লাগাতার কম্পন কাশ্মীর ও পার্শ্ববর্তী এলাকা সহ, রাজধানী দিল্লি সংলগ্ন অঞ্চলে। গত বুধবার ৩.৬ তীব্রতার মৃদু কম্পন অনুভূত হয় শ্রীনগরে৷ রেকর্ড বলছে, গোটা জুন মাসে পাঁচ বারের বেশি কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায়। সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে বারবার ভূমিকম্প হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি৷

আরও পড়ুন- আইপিএল শুরু হতেই শহরে বেটিং চক্রের রমরমায় ধৃত ৯ , বাড়তি নজরদারি কলকাতা পুলিশের