সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত এখন ড্রাগ তদন্তে পর্যবসিত। আর সেই তদন্তেই মুম্বইয়ের এনসিবি দফতরে জেরা চলছে অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের। ফের ডেকে পাঠানো হয়েছে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে। আর এরই মাঝে ড্রাগ কান্ডে ক্রমশ জড়িয়ে পড়ছেন করণ যোহর। করণের ধর্মা প্রোডাকশনের ইপিকে ক্ষিতিজ প্রসাদকে জেরা করা হয়েছে। জানা গিয়েছে, করণের বাড়ি থেকে এনসিবি কর্তারা মাদকও উদ্ধার করেছেন।
কেন রকুলপ্রীতকে জেরা? রকুলপ্রীত রিয়ার জিম পার্টনার। তাঁর নাম রিয়াই জেরায় তুলে এনেছে। যদিও রিয়ার আইনজীবীর দাবি তাঁদের তরফে এই নাম প্রকাশ্যে আসেনি। রকুলপ্রীতের সঙ্গে রিয়ার ড্রাগ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। তারপরেই এই তলব।
অন্যদিকে আজই ফের দীপিকার ম্যানেজার করিশ্মাকে ডেকে পাঠানো হয়েছে। কাল দীপিকা তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন। তাঁর স্বামী অভিনেতা রনবীর সিং তদন্তকারীদের অনুরোধ করে বলেছেন, নার্ভাস ব্রেক ডাউনের কারণে দীপিকার সঙ্গে তিনি জেরায় থাকতে চান। অনুমতি পাওয়া গিয়েছে কিনা জানা যায়নি। তবে আগামিকাল সারা আলি খান এবং খাম্বাটাকেও জেরার মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন-বলিউডে মাদকযোগ, গ্রেফতারির চাপে এনসিবিকে সাড়া রকুলপ্রীতের


































































































































