এবার করোনার বলি হরিদেবপুর থানার ASI

0
1

শহরে ফের এক করোনা যোদ্ধার মৃত্যু হল। মারণ ভাইরাস প্রাণ কেড়ে নিল কলকাতা পুলিশের আরও এক দক্ষ অফিসারের। করোনার সঙ্গে লড়াইয়ে এবার মৃত্যু হল হরিদেবপুর থানার ASI তুষারকান্তি কোলের। আজ, বৃহস্পতিবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন-বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ চাই? একনজরে নিয়ম

করোনা আক্রান্ত হয়ে তুষারবাবুর মৃত্যুতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।

উল্লেখ্য, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের বেশ কিছু কর্মী-আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন করোনা যুদ্ধে শহিদ হয়েছেন।