কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরমাণু বিজ্ঞানী শেখর বসু

0
1

কোভিডে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের পূর্বতন সচিব তথা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসু প্রয়াত হলেন৷ আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৭ বছর। করোনায় আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে তিনি ‘পদ্মশ্রী’ পান। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর তিনি যোগ দিয়েছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। এক সময়ে সেখানকারই অধিকর্তা হন। হয়ে উঠেছিলেন ভারতের পারমাণবিক গবেষণার অন্যতম পথিকৃৎ। দেশে পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন পদ্ধতি উদ্ভাবন এবং বিভিন্ন পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। শেখর বসুই দেশের পরমাণু সাবমেরিন ‘অরিহন্ত’-এর মূল স্থপতি।