ভারতীয় সেনাবাহিনীর হাতে এল মারণাস্ত্র। বুধবার দ্য ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন সফলভাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করে। আহমেদদনগর রেঞ্জে এই পরীক্ষা চালানো হয়। জানা গিয়েছে, পুনের ক্যানন লঞ্চ মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গবেষণা চালানো হয়। ডিআরডিও সূত্রে খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিসাইল। বুধবারের পরীক্ষায় ৩ কিলোমিটারের মধ্যে লক্ষ্যে আঘাত হানতে এই অত্যাধুনিক মিসাইল সফল হয়।
সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়া, ফ্রান্সের মতো দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করতে হয়েছে। কম উচ্চতায় ওড়া হেলিকপ্টার থেকে চলমান বস্তুর উপর হামলা করতে পারে নতুন মিসাইল। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, এই মিসাইল এমন ভাবে তৈরি করা হয়েছে, অর্জুন ট্যাঙ্ক থেকে এটি সহজে ব্যবহার করা যায়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে ডিআরডিও-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সামরিক শক্তি বৃদ্ধিতে অন্য দেশের উপর নির্ভর না করেনি ভারত। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরি করা ভারতবর্ষের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। অনেকের মতে, নতুন এই মিসাইল তৈরি সামরিক দিক থেকে ভারতের শক্তি অনেকটাই বৃদ্ধি করবে।
আরও পড়ুন- Big Breaking: রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি স্থগিত বোম্বে হাইকোর্টের
































































































































