শ্রম আইনে বহুপ্রতীক্ষিত সংস্কার হওয়ায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

0
1

শ্রম আইনে বহু প্রতীক্ষিত সংস্কার করার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত বিরোধীশূন্য সংসদে অনায়াসেই শ্রম আইন সংস্কার বিল পাশ করিয়েছে সরকার। মঙ্গলবার লোকসভা ও বুধবার রাজ্যসভায় পাশ হয় শিল্পে শ্রমিক- মালিক সম্পর্ক, সামাজিক সুরক্ষা এবং পেশাগত সুরক্ষা সম্পর্কিত তিনটি শ্রম বিল। এরপরই
টুইট করে এই সংস্কারকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- Breaking: বাংলা থেকেই ভোটার হতে চান কৈলাস বিজয়বর্গীয়?

শিল্প সংস্থাগুলির বহুদিনের দাবি মেনে শ্রম আইনের সংস্কার করেছে সরকার। প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, এইসব সংস্কার শ্রমিকদের সুস্থতা নিশ্চিত করবে এবং অর্থনৈতিক বৃদ্ধি ও বিকাশের পথ প্রশস্ত করবে। এই সংস্কারকে তিনি ন্যূনতম সরকার ও সর্বোচ্চ পরিষেবার উজ্জ্বল উদাহরণ হিসাবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, নতুন শ্রম আইন সর্বনিম্ন মজুরি ব্যবস্থাকে সর্বজনীন করে তুলবে এবং সময়মতো মজুরি প্রদান ও শ্রমিকদের পেশাগত সুরক্ষাকে অগ্রাধিকার দেবে। তাঁর মতে, এই সংস্কারের ফলে ভাল কাজের পরিবেশ তৈরি হবে এবং অর্থনৈতিক বিকাশের গতি ত্বরান্বিত হবে। সেইসঙ্গে, এই সংস্কার নির্ভয়ে ও নিশ্চিন্তে ব্যবসা করার পথ সুগম করবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি। কারণ ‘সম্মতি, লাল ফিতের বাধা, এবং ইন্সপেক্টর রাজ’-এর মতো বিষয়গুলির প্রভাব কমিয়ে উদ্যোগপতিদের সুবিধা করে দেওয়া হয়েছে। শ্রম আইনে সংস্কার শ্রমিক এবং শিল্প দুপক্ষেরই উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।