চলে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স। আজ, বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে ডিন জোন্সের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্টার ইন্ডিয়ার হয়ে আইপিএলের ধারাভাষ্যকার দলের সদস্য হিসেবে বর্তমানে মুম্বইয়ে ছিলেন।
স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “আকস্মিকভাবে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ডিন জোন্স-এর। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং কঠিন এই সময়ে তাঁদের পাশে আছি।”
প্রসঙ্গত,অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা ব্যাটসম্যান ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত বাইশ গজ মাতিয়েছেন। ৫২ টেস্ট আর ১৬৪টি ওয়ানডে খেলে ৯ হাজার ৬৩১ (টেস্টে ৩,৬৩১ এবং ওয়ানডেতে ৬০০০) রান তাঁর। টেস্টে ৪৬.৫৫ গড়ে ১১টি সেঞ্চুরি রয়েছে ডিনের ঝুলিতে। ওয়ানডেতেও আছে ৭টি সেঞ্চুরি আর ৪৬টি হাফ-সেঞ্চুরি। বিশ্ব ক্রিকেটের দরবারে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন ডিন জোন্স।
২০১৯ সালে অস্ট্রেলীয় ক্রিকেটের ‘হল অব ফেমে’ স্থান পেয়েছিলেন তিনি। ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিং ও ধারাভাষ্যের সঙ্গে জড়িয়ে ছিলেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি আইপিএলে ধারাভাষ্য দিয়েছেন।
জোন্স ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৬ সালে চেন্নাইতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টাই হওয়া সেই বিখ্যাত টেস্টে জোন্স ডাবল সেঞ্চুরি করেছিলেন। তাঁর অকাল প্রয়াণে বিশ্ব ক্রিকেটে মহলে শোকের ছায়া নেমে এসেছে।

































































































































