বিজেপি রাজ্য সভাপতির গড়ের পরে, বিজেপি নেত্রীর ঘর- ফের ভাঙন ধরাল শাসকদল। এবার তৃণমূলে যোগ দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাদা সুশান্ত চট্টোপাধ্যায়। মদন মৃত্যুর হাত ধরে তাঁর তৃণমূলে আসা। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল-সহ কেন্দ্রের নীতির বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ প্রদর্শন করে। সেই মঞ্চেই দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপি সাংসদের দাদা সুশান্ত।
তিনি ছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন বিভিন্ন দল থেকে আসা কমপক্ষে দুশো কর্মী। প্রাক্তন মন্ত্রী মদন মিত্র-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই চোখ দান কর্মসূচি হয়।
শাসকদলে যোগ দিয়ে সুশান্ত চট্টোপাধ্যায় জানান, বরাবরই সমাজসেবামূলক কাজে যুক্ত তিনি। কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করেননি। কিন্তু বর্তমান শাসকদল প্রধানত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত হতে চান। আর সেই কারণেই মদন মিত্রের হাত ধরে আজ তৃণমূলে যোগ দান বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ের দাদা।
স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠেছে এ বিষয়ে তাঁর বোন বিজেপি সাংসদের সঙ্গে কথা হয়েছে কি না? পরিবারের বাকি সদস্যরাই বা তাঁর এই যোগদান সম্পর্কে কী বলছেন? এ প্রসঙ্গে সুশান্ত চট্টোপাধ্যায় জানান, পরিবারের সমর্থন নিয়েই তিনি তৃণমূলে যোগদান করছি। তবে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় নিজের দলের কাজ করবেন, আর তিনি তাঁর দলের।
বিজেপির রাজ্য সভাপতি যখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে আলোচনায় ব্যস্ত, তখন বিজেপিতে বড় ভাঙন ধরাচ্ছে শাসকদল। প্রথমে দিলীপ ঘোষের গড়েই চার বিজেপি নেতা যোগদান করেন তৃণমূলে। এবার বিজেপি নেত্রী দাদাকে যোগদান করিয়ে শাসকদল বার্তা দিল বলে মত রাজনৈতিক মহলের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.