Big Breaking: এনসিবি-র তলবে গোয়া থেকে মুম্বই পৌঁছলেন সারা আলি খান

0
1

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তলবে মুম্বই পৌঁছলেন সারা আলি খান। বুধবারই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনসিবি। মাদকযোগের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সমন পেয়ে রাতারাতি মুম্বই ফেরার প্রস্তুতি নেন সইফ-কন্যা। এদিন তাঁর মা অমৃতা সিংয়ের সঙ্গে মু্ম্বই এয়ারপোর্টে পৌঁছন তিনি। এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন সারা আলি খান।

আরও পড়ুন- করোনার ভ্যাকসিন ঠিক কাজ করবে এমন গ্যারান্টি দেওয়া যাচ্ছে না: আধানম