Big Breaking: রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি স্থগিত বোম্বে হাইকোর্টের

0
3

মাদকযোগে অভিযুক্ত রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আর্জির শুনানি স্থগিত হয়ে গেল বোম্বে হাইকোর্টে। আগামী ২৯ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্টে রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি হবে। স্পষ্টতই, আগামী ৫ দিন বাইকুল্লা জেলেই কাটবে সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর।

মাদক যোগের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার, ৬ অক্টোবর পর্যন্ত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের সীমা বাড়ানো হয়েছে। এরপরই জামিনের আর্জি জানান রিয়া চক্রবর্তী। সেই অনুযায়ী, বুধবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মুম্বইতে বৃষ্টির জেরে সেই শুনানি বাতিল হয়ে যায়। ঠিক হয় আজ, বৃহস্পতিবার জামিনের আর্জির শুনানি হবে। কিন্তু এদিন ফের স্থগিত হয়ে গেল শুনানি।

আরও পড়ুন- পুজোর মুখেই ট্রাক ধর্মঘট, মূল্যবৃদ্ধির আশঙ্কা

৪৭ পাতার জামিনের আবেদনে রিয়া দাবি করেছেন, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্ত করলেও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাঁর আরও দাবি, একমাত্র সুশান্ত মাদক নিতেন। নিজের মাদকের নেশা বজায় রাখার জন্য সবাইকে ব্যবহার করতেন সুশান্ত। তাঁর অভিযোগ, সুশান্ত নিজের কর্মচারীদের মাদক আনার জন্য ব্যবহার করতেন। একইসঙ্গে তাঁকে এবং সৌভিককে ব্যবহার করা হতো বলেও অভিযোগ অভিনেত্রীর।

আরও পড়ুন- আর্থিক মন্দায় অনুদান বাড়িয়ে, কর ছাড় দিয়ে পুজো কমিটির পাশে মুখ্যমন্ত্রী