“কৃষি বিল সিলেক্ট কমিটিতে পাঠান”- কোবিন্দকে আর্জি গুলাম নবির

0
1

কৃষি বিল সিলেক্ট কমিটিতে পাঠান- বুধবার, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই আর্জি জানালেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। এদিন, বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
কৃষি বিলের বিরোধিতা করে রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার আর্জি জানাতে এ দিন বিরোধী সাংসদদের রাইসিনা হিলসে যাওয়ার কথা ছিল। কোভিড পরিস্থিতির কারণে 4 বা 5 জন বিরোধী সাংসদের রাষ্ট্রপতি ভবনে ঢোকার অনুমতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত একা গুলাম নবিই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি কৃষি বিল নিয়ে বিরোধীদের আপত্তির কথা রামনাথ কোবিন্দকে জানান। একই সঙ্গে এই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি জানান কংগ্রেস সাংসদ। বিরোধী সাংসদদের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে এটি স্মারকলিপিও দেন তিনি।

এর আগে কৃষিবিলের প্রতিবাদে এদিন সংসদ চত্বরে বাইরে লং মার্চ করেন বিরোধী সাংসদরা।
এদিকে, এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে পঞ্জাব ও কেরালা সরকার।

আরও পড়ুন- গোয়া থেকে সমন পেয়েই তিন আইনজীবীর সঙ্গে ভিডিও আলোচনায় দীপিকা