হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মণীশ সিসোদিয়া 

0
2

গত সপ্তাহেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। কিন্তু গুরুতর উপসর্গ না থাকায় হোম আইসোলেশনেই ছিলেন তিনি। বুধবার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা।

কোভিড পজিটিভ হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর নিজেই টুইট করে জানিয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা। জানান তিনি সুস্থ রয়েছেন৷  কিন্তু এদিন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
সিসোদিয়া কেজরিওয়াল সরকারের দ্বিতীয় মন্ত্রী, যিনি কোভিড আক্রান্ত হয়েছেন। এর আগে জুন মাসে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীও কোভিডে আক্রান্ত হন। তবে তিনি সেরে উঠেছেন।

আরও পড়ুন- ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত কবি পার্থ সারথি বসুু