করোনা পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজার। লকডাউনে সোনার দাম ওঠা-নামা তো লেগেই আছে। কিছুদিন একধাক্কায় ৬০ হাজারের গন্ডি থেকে প্রায় ৫০ হাজারের নীচে চলে এসেছিল সোনার দাম। মঙ্গলবার ফের দাম কমল। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৯০০ ডলারের নীচে হয়ে গিয়েছে। মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি হওয়ায় প্রায় ৩ শতাংশ কমেছে সোনার দাম। এইচডিএফসি সিকিউরিটিজ অনুযায়ী, ৬৭২ টাকা কমে প্রতি ১০ গ্রামে সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫১,৩২৮ টাকা। গত এক মাসে এটাই সোনার সবচেয়ে কম দাম ৷
সোনার মতোই একধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দামও। দিল্লির সরাফা বাজারে এক কিলোগ্রাম রুপোর দাম প্রায় ৫৭৮১ টাকা পড়ে গিয়েছে। প্রতি ১০ গ্রাম রুপোর দাম কমে দাঁড়িয়েছে ৬১,৬০৬ টাকা।
চিনের পর ভারতই সবচেয়ে বেশি সোনা কেনে। ভারতে সোনার উপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ জিএসটি দিতে হয়৷ এবছর সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন-সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ করোনা বৈঠক মোদির



































































































































