করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। বুধবার দিল্লীর এইমসে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১১ ই সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। নিজেই টুইট করে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। কিন্তু শুরুতে তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না। পরে ক্রমশই রোগের জটিলতা বাড়ে। তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় রেল প্রতি মন্ত্রীর।