গোয়া থেকে সমন পেয়েই তিন আইনজীবীর সঙ্গে ভিডিও আলোচনায় দীপিকা

0
2

সুশান্তকাণ্ডে এবার সরাসরি দেশের এক নম্বর নায়িকাকে তলব। দীপিকা পাড়ুকোনকে শুক্রবারের মধ্যে এনসিবির দফতরে হাজিরা দিতে হবে। শুধু দীপিকা নয়, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রকুল প্রীত সিং সহ বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ডাকা হবে। সমনে সাড়া না দিলে গ্রেফতারের সম্ভাবনা প্রবল।

একটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে দীপিকার এই কাণ্ডে জড়িয়ে পড়া। সেক্রেটারি করিশ্মার সঙ্গে চ্যাটে তিনি হাসিস নয় গাঁজা চাইছেন। বান্দ্রার বাড়ি থেকে এনে তা দেওয়া হবে বলে করিশ্মা জানান।

করিশ্মাকে আগেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর এই তলব। দীপিকা এখন গোয়ায় শুটিং করছেন। সেখান থেকেই তিনজন আইনজীবীর সঙ্গে টেলি বৈঠক করেন। এছাড়া পরিচিত কয়েকজনের সঙ্গে আলোচনা করেন। কালই মুম্বই ফিরে সরাসরি এনসিবির দফতরে তিনি যেতে পারেন।

আরও পড়ুন- চিন দূর হঠো! ভূখন্ড দখলের প্রতিবাদে এবার চিন-বিরোধী বিক্ষোভ নেপালে