কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথে হেঁটেই স্নাতক স্তরের পরীক্ষায় ২ঘণ্টা সময় বরাদ্দ রবীন্দ্রভারতীর

0
1

স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষার সময়সীমা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথে হাঁটল রবীন্দ্রভারতী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টা নয় পরীক্ষা হবে ২ ঘণ্টা। অনলাইনে প্রশ্নপত্র ডাউনলোড এবং আপলোডের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দূরশিক্ষার পরীক্ষাও হবে অক্টোবর মাসেই। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে,

১. পুরনো সিদ্ধান্ত অনুযায়ী, ওপেন বুক সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে।

২. মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে পরীক্ষাতে। সে ক্ষেত্রে ১০০ নম্বর নয়,মোট ৪০ নম্বরের পরীক্ষা হবে।

৩. প্র্যাক্টিক্যাল এবং থিওরি উভয় ক্ষেত্রের পরীক্ষার্থীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

৪. প্র্যাক্টিক্যাল পরীক্ষা অনলাইনে হবে। কোন পদ্ধতিতে প্র্যাক্টিকাল পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে বিশদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ঠিক হয়, অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। এরই মধ্যে পরীক্ষার সময়সীমা নিয়ে আপত্তি জানায় ইউজিসি। সেই চিঠি পেয়ে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি-র নিয়ম অনুযায়ী, ২ ঘণ্টার বেশি সময় পরীক্ষা হলে তা অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য হবে। এরপরই নিয়ম বদল করে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার একই পথে হাঁটল রবীন্দ্রভারতী।

আরও পড়ুন- নারী সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ বিজেপি মহিলা মোর্চার